লেখক সম্পর্কে



সময়ের কোলাহলে কত শিশুই তো বেড়ে ওঠে, তবে সকলে বেড়ে ওঠে না। বেড়ে ওঠার আগেই হয়তো ঝড়ে যায় কিছু শিশুর প্রাণ। তবে যারা যারা বেড়ে ওঠে তারা ভাগ্যবান। মহান আল্লাহ তায়ালা তাদেরকে এই দুনিয়া দেখান, তার সৃষ্টি দেখান, তার পরিক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেন। মুহাম্মাদ সাদিক সেই এক ভাগ্যবান । প্রকৃতির কোলে তার বেড়ে ওঠা; প্রকৃতির দূরন্তপনা, চঞ্চলতা, খামখেয়ালির মাঝে সে নিজেকে বিলিয়ে দিয়েছে। 

হঠাৎ সে বড় হতে লাগলো, তার মনে বাসা বাঁধলো রাজ্যের সপ্ন। সে এটা হতে চায় ওটা হতে চায়, কিন্তু সব তো আল্লাহর হাতে। তিনি যাকে যা বানান। আর সফলতার সঙ্গা তো আল্লাহ নিজেই দিয়েছেন,

 “যে ব্যক্তিকে জাহান্নামের আগুন হতে রক্ষা করা হল এবং জান্নাতে দাখিল করা হল, অবশ্যই সে ব্যক্তি সফলকাম হল, কেননা পার্থিব জীবন ছলনার বস্তু ছাড়া আর কিছুই নয়।”- (সুরা আল ইমরান, আয়াত ১৮৫)

তার বয়স বেশি না, মাত্র ১৬ ( ২০২৩ সাল এ) । তার চোখে যে কত স্বপ্ন। সে একটু লেখালেখি করতে ভালোবাসে, নিজের খেয়ালে অনেক কিছু লেখে মানুষের জীবন নিয়ে, নিজের জীবন নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে। সে গবেষনা করতে ভালোবাসে, নিজেকে মেলে ধরতে ভালোবাসে। তার এই ভালোবাসায় মহান আল্লাহ তায়ালা পূর্ণতা দিক এ কামনাই করি (আমিন)। 

আরো কতজনের কত আশা, আকাঙ্খা! সকল সৎ ইচ্ছাই যেন মহান আল্লাহ তায়ালা পূরণ করেন। 





একটি মন্তব্য পোস্ট করুন

2মন্তব্যসমূহ
  1. আমরা সকলেই সকলের জন্য দোয়া করবো। মহান আল্লাহ তায়ালা যেন আমাদের সকলের মনের সৎ আশাগুলো পূরণ করেন এবং আমাদের ইহকাল ও পরকালের সফলতা দেন।

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন